নিজেরা কোনোদিন পাহাড়ের মতো উঁচু হতে পারি না বলে
আমরা পাহাড় দেখতে খুব ভালোবাসি।
এই যে ধানসিঁড়ি নদী বয়ে যাচ্ছে
সে একদিন পাহাড় হবে ভেবেছিল
পাথর বয়ে এনেছিল বহুদূর থেকে,যেখানে তুমি থাকো
যেখান থেকে তুমি আনমনে চিৎকার করতে করতে বলো
“পাহাড় আমি তোমাকে খুব ভালোবাসি”
পাহাড়ের গায়ে হেঁটে যেতে যেতে বলো-“পাহাড় একদিন তুমি আমার প্রেমিক হবে।একদিন তুমি আমার প্রেমিক হবে মিলিয়ে নিও।”
কিন্তু পাহাড়টা তোমার প্রেমিক হতে পারেনি
ঢাল বেয়ে পাথর গড়িয়ে প্রেমিক হতে গিয়ে,সে এক ধানসিঁড়ি নদী হয়ে গেছে।
এই যে নদীর বাঁকে বাঁকে এত জল
এ তার পাহাড় না হওয়ার প্রমাণ।
সবাই পাহাড় হতে পারে না
পাহাড় হতে গিয়ে কেউ কেউ নদী হয়ে যায়!!