বৃষ্টির বিকেল
ভাল হয়ে গেল মন।
একা একা চলে আসি “রক্ গার্ডেন”।
পাথরের সিঁড়ি বেয়ে উঠে যাই উপরে
পাহাড় শীর্ষে চড়ে ছুঁতে চাই
মেঘের আকাশ।
আমার আগে কেউ নেই
পেছনে কেউ নেই
বৃষ্টি ভিজতে ভিজতে
বুকের অন্দরে শুরু হয়ে গেল
আরেক স্নান।
বৃষ্টির সান্ধ্যা
“রক্ গার্ডেন”
বন্ধুরা সঙ্গে থাকলে কবিতা পড়া যেত
দেদার।
এখন মন ভাল নেই।