এত বৃষ্টি এত বৃষ্টি
কত কত কবিতা লেখা হয়ে গেল আজ
অখচ, আমার কলমে কবিতা নেই
একটাও।
কেন বৃষ্টির সঙ্গে আমার এমন দ্বিচারিতা ?
মন খারপ বলে ?
নাকি মনের মধ্যে কাড়াকাড়ি
অন্যকিছু ?
এই অগুনতি প্রশ্নমালা
কিংবা অগুনতি প্রস্নবোধ
সরাসরি অন্ধস্রাবনে বিতৃষ্ণার জালে
ঢাকা দিতেছে অন্য কিছু !
বড় আশ্চর্য,
এত বৃষ্টি এত বৃষ্টি
কাব্যগ্রন্থের জন্য মুখবন্ধ লেখা হয়ে গেল কত
অখচ, আমার কলমে রক্তক্ষয় হলে  না
এতটুকু !
তখন বৃষ্টি বলে দিল-
‘এখন তুমি বিতাড়িত নিঃস্বার্থ আবেগে’ ।