ভোরের আলো ফোটার আগেই,
কাজের খোঁজে পথে হাঁটা,
পিঠে বোঝা, চোখে স্বপ্ন,
পেটের জ্বালায় লড়াই করা।
রোদের তেজে গা পুড়ে যায়,
ঘামে ভেজা শরীর ক্লান্ত,
তবুও থামে না হাতের কাজ,
বাঁচার আশায় অবিরাম পথচলা।
মাথার ঘাম পায়ে ফেলে,
গড়ে তোলে শহর, রাস্তাঘাট,
তবুও পায় না ন্যায্য দাম,
অবহেলার শিকার সারাজীবন।
সন্ধ্যার আঁধারে ফেরে ঘরে,
ক্লান্ত দেহে, মলিন মুখে,
তবুও স্বপ্ন দেখে আগামী দিনের,
এক নতুন ভোরের আশায়।
এই তো জীবন শ্রমিকের,
তীব্র দহনে ক্লান্ত শরীর,
তবুও হার মানে না কখনো,
বাঁচার আশায় অবিরাম লড়াই।