শান্ত মুখের ছবি, করুণার আঁখি,
বিশ্বের পাপভার নিলেন একাকী।
ক্রুশের বেদনা তিনি হাসিমুখে সইলেন,
মানবজাতির তরে মুক্তি আনিলেন।

পাপী তাপীর বন্ধু, পতিতের আশ্রয়,
প্রেমের পরশ তিনি, হৃদয়ে অক্ষয়।
অন্ধকারে জ্যোতি, হতাশায় তিনি আশা,
নতুন জীবনের পথে তিনি দিশা।

ক্ষমা আর ভালোবাসার অনন্ত সাগর,
ত্যাগের মহিমায় তিনি জাগরূক অমর।
তাঁর নামে শান্তি নামে, ভরে মনপ্রাণ,
প্রভু যীশু, তুমিই আমাদের ত্রাণ।