গ্রীষ্মের দুপুরে যখন কাঠফাটা রোদ,
তখনই তো আসে মিষ্টি আমের মৌসুদ।
গাছে গাছে ধরে থোকা থোকা ফল,
দেখলেই জুড়িয়ে যায় যেন আঁখিযুগল।
কাঁচা আমে থাকে একটু টক মিষ্টি স্বাদ,
আচারের জন্য তাই তো সবার লাগে সাধ।
আবার যখন পাকে, রঙ হয় হলুদ সোনা,
তখন যেন অমৃত, আর কিছুতে মন মানা।
কামড়ে দিলে রস গড়িয়ে পড়ে ঠোঁটে,
মিষ্টি গন্ধে ভরে ওঠে যেন মনটা।
ছোট বড় সবাই ভালোবাসে এই ফল,
যেন প্রকৃতির দেওয়া এক অমূল্য সম্বল।
কত নামে ডাকি তাকে, ল্যাংড়া, হিমসাগর,
আম্রপালি, ফজলি – আরও কত না ঘর।
যে নামেই ডাকি না কেন, স্বাদ তো একটাই,
মিষ্টি রসে ভরা, যেন অমৃতের খনি তাই।
বিকালে বন্ধুদের সাথে গাছের তলায় বসে,
আম খাওয়া আর গল্পে মন হয় তো খুশি।
স্মৃতি হয়ে থাকে সেই মিষ্টি দিনের কথা,
আমের সৌরভে ভরা, যেন মধুময় গাঁথা।
তাই তো বলি আমি, আমের তুলনা নাই,
মিষ্টি রসে ভরা, যেন প্রকৃতির দান ভাই।
গ্রীষ্মের এই ফল যেন প্রাণের আরাম,
মিষ্টি আম তাই তো আমার এত প্রিয় নাম।