জাতীয়_সংহতি
#কলমে_মনোজ_পাতর
*********************
সকল ধর্মের প্রতি, শ্রদ্ধা জানাই মনে,
সকল ভাষার গানে, এসো মিলি এক সনে।
ঘৃণা নয় ভালোবাসা, করি সবে বিতরণ,
জাতীয় সংহতিতেই, সুখের জীবনযাপন।
জাতির উন্নতি তরে, ঐক্য বড়ো প্রয়োজন,
শান্তি আর সুখ বাঁচে, নাগরিকের মন।
ধর্ম নয় অন্ধ গোঁড়ামি, কুসংস্কারের জাল,
সহিষ্ণুতাই তো মোদের, সর্বজনীন ঢাল।
শারীরশিক্ষা আর, খেলাধুলার মাঝে,
সংহতি বাঁচে তাই, দেশের কাজে সাজে।
হিংসা আর দ্বেষ যত, করো পরিহার,
সম্প্রীতির আলোয়, হোক দেশটা সবার।

(Copy right @kobisrimon.monon)