#আজ_আমার_জন্মদিন
#কলমে_মনোজ_পাতর
***********************
আজ আমার জন্মদিন, নতুন এক সূচনা,
বছর ঘুরে এলো, স্মৃতির মালা গাঁথা।
হাসি-কান্না, সুখ-দুঃখ, মিশে আছে সব,
জীবন পথে হেঁটে চলা, এক অনন্য অনুভব।

আজ আমি কৃতজ্ঞ, প্রতিটি মুহূর্তের তরে,
যারা পাশে ছিল, আঁধার-আলোর ভোরে।
নতুন স্বপ্নে ডানা মেলি, উড়ব সীমাহীন,
জীবনের এই পথে, হব চির অমলিন।

ভুল-ত্রুটি যা কিছু, সব হোক ক্ষমা,
ভালোবাসা-বন্ধুত্বে, জীবন হোক জমা।
নতুন বছর, নতুন আশা, নতুন অঙ্গীকার,
নিজের মতো করে বাঁচব, এই হোক সার।

আজকের এই দিনে, জানাই নিজেকে অভিনন্দন,
জীবনের প্রতিটি অধ্যায়, হোক আমার আপন।
আলো-আঁধার মিলিয়েই তো, জীবনের এই পথ,
নিজের মতো করে বাঁচাই, জীবনের মূল সত্য।

(Copy right @manojpatar)