আর আমায় জড়িয়ে ধরবি না বল!
জানিস তোর কথা ভাবলে চোখে আসে জল।
আমিও তোকে আর কখনও করব না আর আদর,
করব না বকাবকি,করব না আর জোর।
আদর খাবি তুই এখন অন্য কারোর,
যত্ন নেবে,খেয়াল রাখবে অন্য কেউ তোর!
কেউ আর বলবে না "চুল,দাড়ি হয়েছে বড়ো,
মনে করে কাটিয়ে ফেলো যত তাড়াতাড়ি পারো।"
যতই জামা পড়ি আসবে না কেউ বলতে,
শুধু শার্ট কেন! গেঞ্জিও তো পারো পড়তে।

একটু অগোছালো হলেই বলবে না কেউ রেগে,
হোদল হোদল ভাব তোমার স্মার্ট হও তো আগে।
আর করব না বায়না তোর হাতের রান্না খাবার,
বলবো না মাংসের তরকারিটা আরেকদিন হবে আবার।
রান্না করার সময় গিয়ে করবো না জ্বালাতন,
আমি তো এখন পর তোর,অন্য কেউ আপন।
আদর সোহাগ করিস তাকে বাসিস ভালো,
আমি না,তোর পৃথিবী করবে সে-ই আলো।
জানি শুবি এক বিছানায় হয়ত বুকে রেখে হাত,
দুজনে করবি গল্প মুখোমুখি হয়ে এক কাত।

আর আমি? উলটে আছি পড়ে বোতল হাতে,
কোনো এক বাড়ির ছাদে কাছের বন্ধুর সাথে।
হাতে আগুন মুখে ধোঁয়া এদের নিয়েই খেলি,
শুনেছি জ্ঞান হারালে নাকি তোর নামই বলি।
বন্ধুর ঘাড়ে ভর দিয়ে বিছানায় এসে শুই,
মনে পড়ে এই সময়ে বরের সোহাগে মত্ত তুই।
সূর্য ওঠে,কিন্তু আমার আঙ্গিনায় হয়না সকাল,
প্রেমিক হতে গিয়ে আমি হয়ে গেলাম মাতাল।

_______________________________________