দেখলাম একি রূপের ঐশ্বর্য!
আরো আরো উজ্জ্বলতার আলোয়
ঢেকে গেছে রূপসী তোমার রূপ...
তাই বুঝি এখন চাঁদকে দেখি
তারাদের জালে ঝুলে থাকে বেচারি
মুখ কালো করে মনমরা হয়ে!
ওগো এতদিন লুকিয়ে রেখেছিলে
নিজেকে আমার আড়ালে আড়ালে
তা বুঝি আজকের তোমার ওই
স্বর্গীয় আলোয় চোখ ধাঁধানোরই জন্য!
এতদিনে বুঝি তোমার মনের জানালায়
অগোচরে এসে ছুয়েছিল করুণার বাতাস!
তোমার ভালোবাসা চোবানো দৃষ্টি
এক হল আমার হতভাগ্য দৃষ্টির মাঝে।
বহুদিন পরে নাম না জানা সেই পুরনো
উৎফুল্লতার তরঙ্গ ছেয়ে গেল তোমার
মন পুষ্করিণীর বিষাদের জলস্তরে,
দু'জনার পুলকিত মন অজান্তেই
যেন বলে উঠল - ভালোবাসি...
ভালোবাসি,শুধু তোমায় ভালোবাসি।
________________________________________