কাহারো লাগি কাঁদে মন,
কাহারে চায় চক্ষু সর্বক্ষণ,
বোঝাতে পারি নি কভু তারে,
ভুল বোঝে শুধু বারে বারে।
কবিতার ছন্দ ভেজে জলে,
তাহারই নাম কবিতার অতলে।
শব্দের মালায় নাম জপি,
না বুঝেই যায় তবু ক্ষেপী।
হায়রে পোড়া কপাল মোর,
কেমনে বোঝাই না করিয়া জোর!
আঁখি বন্ধ করি ওগো প্রিয়া,
দেখো আমারে মনের চক্ষু দিয়া।
একখানি রত্ন দিয়াছে এ জীবন,
তুমিই মোর আপনের আপন।
যাও গো তুমি যতই দূরে,
রাখিব হৃদয়ে ধরিয়া তোমারে।

_____________________________
রচনাকালঃ
৩১ জুলাই ২০১৮
দুপুর ১ টা ৫৭