বিবেক ধুয়ে যায় অসময়ের ঘোলা জলে,
মানবতার তলানির ওপর বরফ চাপা...
ভাগ্যের নিষ্ঠুরতার কড়াইয়ে উপচে পরে,
টগবগিয়ে ফোটে নিত্য নতুন সকল
সদ্যোজাত চিন্তার দৈনন্দিন রুটিন।
দায়িত্বের হুংকারধ্বনি বধির করে কান...
দিবাস্বপ্নে তৈরি সাজানো তাসের ঘর,
ভালোবাসার গুপ্তধন পেয়েও অধরা...
প্রেমিকার হাসি কচুরিপানার হলুদ পাতা।
বাধ ভাঙ্গা নিয়ন্ত্রণী ধেয়ে চলে
ভুল পথে অনির্দিষ্ট গন্তব্যে।
জীবনদীপের ভেজা সলতে ক্রমে
কুয়াশাকে আকড়ে ধরে চায় জ্বলতে।
ঝরে পড়া পাতা বলে যায় বারবার
বসন্ত আর নেই বেশি গাছের ডালে...।
__________________________________________