প্রিয় আমার প্রিয়,
আমায় একটু সুযোগ দিও।
তোমায় শুধু সারাজীবন,
বাসবো ভালো জীবন মরন।
এ অধিকার নিও না কেড়ে,
তবে আমি যাবোই মরে।
বাঁচার আমার এই লক্ষ্য,
ভালোবাসায় হব দক্ষ।
তোমার পানে তাকিয়ে রব,
তোমায় ভেবে কবি হব।
ভালোবাসা উজাড় করে,
তোমার মন রাখবো ভরে।
দুঃখ সব করব দূর,
গাইবো শুধু সুখের সুর।
প্রিয় আমার প্রিয়,
আমায় একটু সুযোগ দিও।