জন্মসূত্র ফ্যাকাশে উৎসে দেয় মাটি
জন্মে যারা আজ, হাতে বংশগতি।
ওদের কপালেও লেখা কোথা থেকে সৃষ্টি,
তবুও নারীর অবদানে ঢালে ওরা বিস্তৃতি।

দুমড়ে-মুচড়ে নর্দমায় আদিশক্তি,
বিরত্ব ধরে পুরুষসিংহের ঝুটি।
চরণ ছুঁয়ে নারীত্বের, কেনে ওরা মুক্তি।
অসম্মানে জমায় পাপ লক্ষ নয় কোটি।

নির্ভরতা গোছাতে দেবীর শরণে
কত ভদ্র,কত জ্ঞান,কত মহিমা...
সুদর্শন পুত্র কিন্তু কীটের বাস মনে,
রিল্যাক্সে মিষ্টি খায়,এটাই নাকি জামানা।

দেবীর ছবি? শ্যাওলা জমায় পকেটে
ক'টা দিন ব্যস্ত অন্য দেবীর সন্ধানে,
"দিচ্ছি খবর ধৈর্য ধরুন" ঝোলায় কপাটে
দিন যায় মাস যায় এরা দিন গোনে।

চিন্তার আকাশ মন্দিরের ঠিক ওপরে -
যায় আসে না ওপক্ষের বুড়ো আঙুলে,
অপছন্দের চিঠি পাঠায় হঠাৎ খবরে
ফেরায় ছবি শ্যাওলা মুছে, সন্ধ্যা হলে।

অবহেলা অসম্মান সঠিক প্রমাণ
নিষেধের ছাপ্পায় ভনিতা কেন এত!
রূপ গুণ দেখেও নাক সিটকানির স্লোগান
তিথি নক্ষত্র বাহানা, মনটাই হলো সত্য।

উৎসব শেষে গোবরে পড়বে হাত
সেটাই জাপটে ঘরে তোলা অগত্যা,
তাচ্ছিল্য দেবীর বদন?এবারে কুপোকাত -
অসম্মানের ফলাফল শান্তিরই হত্যা।

একটা কথা মনের রক্তে মেশাও -
সস্তা দামে আর নারীর ওজন নয়,
সফলতার আড়ালে নারীই,খুঁজে দেখো যাও
শ্রদ্ধা সম্মানে সে যে মায়েরই পূজা হয়।
_______________________________________
রচনাকালঃ
০৩ এপ্রিল ২০১৯
রাত্রি ১০ টা ০৭