তোমার বুঝি আমার শাসন
লাগে নাতো ভালো,
তোয়াক্কা তাই না করে সব
তোমার ইচ্ছামতই চলো।

কষ্ট পাবো জানলে আমি
জেনে বুঝে তাও,
আমার অপছন্দের কাজগুলি
করতে তুমি যাও।

তোমার মনের ভাব আমি
কিছুই বুঝি না,
নাকি তোমার লাগে ভালো
আমায় দিতে যন্ত্রণা।

কষ্টই হয়ত চাও দিতে
তোমার ব্যবহার বলে,
তুমি তো এটাও জানো
চোখ মুছি আড়ালে।

ভালোই যদি বাসতে আমায়
কষ্ট কি আর দিতে!
নিষেধ করা কাজগুলো তুমি
মনের ভুলেও না করতে।

থাকব না যখন তোমার পাশে
করব না আর বারন,
মনে করে কাঁদবে তুমি
আমার সেই শাসন।

_______________________________
রচনাকালঃ
২২ অক্টোবর ২০১৮
সকাল ১০ টা ১৭