কেন রূপের এত বড়াই,
আজ আছে কাল নাই।
খুঁজতে হবে ভালো মন,
যা জানে করতে আপন।
ভালো মনের সঙ্গী পেলে,
তবেই তুমি ধন্য হলে।
মন নাই কিন্তু সুন্দরী,
মূল্য নাই তার কানাকড়ি।
থাকলে এমন সঙ্গীর সাথে,
দুঃখ পাবে প্রচুর তাতে।
ভুলোনা তাই রূপ দেখে,
ধোকা পাবে তুমি চোখে।
মন দিয়ে মন বোঝো,
সুন্দর মনের সঙ্গী খোঁজো।
রূপ একদিন যাবে চলে,
হারিয়ে যাবে সময় হলে।
কিন্তু মন মনই রবে,
সারাজীবনের সাথী হবে।