রথের মেলা রথের মেলা
চলেছে দেখো সবাই,
ছোট বড় বৃদ্ধ বালক
বাদ কেউতো নাই।
ছোট্ট খোকা মেলায় গেল
বাবা মায়ের সাথে,
সুন্দর একটা রঙ্গিন বেলুন
রয়েছে তার হাতে।
সেও নাকি রথ টানবে
তাইতো সে কয়,
এত লোকের ভীড় তবু
পায়না সেতো ভয়।
বাবা মা এত বোঝায়
বোঝেনা তবু সে,
"আমিও রথ টানবো মাগো"
বলে ভালো বেসে।
____________________________