এখনও রাত্রি আসে,
ওড়ে জোনাকি,ডাকে ব্যাঙ...
শুধু পালটে গেছে কিছু অভ্যাস,
ভালোবাসার গায়ে ধরেছে জং,
ফোনটাও এখন থাকে না ব্যস্ত।
হয় না গরম কানের ছোয়ায়,
সেই দায়িত্ব থেকে মুক্তি তার।
দোকানগুলোও বসে ঠিকই,
কিন্তু হয়না কেনা গরম বায়না।
আঁধার আর দেখায় না ভয়,
রাত জাগা ঝগড়াটাও বন্ধ এখন।
পালটে গেছে বাড়ির বিছানা,
পাল্টেছে বাড়ি,পাল্টেছে সাথী।
বালিশ হয়েছে অন্যের হাত।
দূরত্ব বাড়তে বাড়তে এখন
যায় না পাওয়া আর হাতিয়ে...
একপাশে নির্ঘুম রাত ছটফটানি,
অপরপাশে ভালোবাসার মাতামাতি।

__________________________________
রচনাকালঃ
২২ জুন ২০১৮
রাত্রি ১১ টা ২৫