আকর্ষণের মূলধন ছাড়া প্রেমে হবে বিফল,
ব্যর্থতার সান্ত্বনা পাবে শুধু যতই করো ছল।
হয়না প্রেম আকর্ষণ ছাড়া কখনও কোনদিন,
নিষ্প্রয়োজন বাড়ানো তাই মায়া বন্ধনের ঋণ।

________________________________________