শব্দ তোমার জল তরঙ্গ, নিত্য খেলায় ময়ূর গড়ো,
খেলার নেশায় বুঁদ হয়ে যায় জীবন সাগরও।
চালিয়ে রথ উল্কা ছেটাও পথে,এমনইভাবে।।
সুর লুটিয়ে চরণতলে ইচ্ছে রাখে বাতাস হবার,
বীণার পোশাকে সেও পেল নতুন নতুন আকার।
আত্মা ঢালো নিষ্প্রাণে তোমার নিজেরই স্বভাবে।।
প্রেমের মন্ত্র,ছলনাময়ী বিরহ, অভাগার কান্না -
তোমার রাজত্বে হে গুরুদেব সকলেরই ঠিকানা।
কবির কলম অনাথ বলে তোমায় ভালোই চেনে।।
হে কান্ডারি তোমার ছন্দে চলে মরুভূমিতে নৌকা,
যার মন্ত্রবলে কনফেস করতে শিখেছে মরীচিকা।
কলমের পিতা সূর্য অস্ত গেল এক শ্রাবণে।।
হারিয়ে গেলেও ধরে রাখা যায় তোমারই শেখানো,
ভালোবাসার রং বয়স ফুরালেও হয়না পুরনো।
আজীবন কলমে,বীণায়,অন্তরে,তোমারই ছবি।।
যারা রাঁধে আঘাতের বিদ্যা তাদেরও ভয়,
বাঁচবে বলে তোমার অমৃত তারাও তো চায়।
অধমও কি যোগ্য!জানায় প্রণাম হে বিশ্বকবি।
________________________
রচনাকালঃ
৭ আগস্ট ২০২০
রাত্রি ৮ টা ৩৩