ওইনা সুন্দর মুখে তুমি
দেখাও ভেংচি যখন,
কি অপরূপ লাগে যে
জানে শুধু মন।
দেখতে তুমি খুব মিষ্টি
ভেংচি হঠাৎ মুখে,
কি ভালো লাগল যে
আমার তা দেখে।
কত বলি তোমায় আমি
দেখাও আরেক বার,
লজ্জায় রাঙা হলে তুমি
দেখালে না আর।
সুন্দর লাগে দেখতে বড়
এত বলি তাই,
লজ্জা পাওয়ার তেমন তো
কোন কারণ নাই।
আরেক বার দেখাও বলি
কেউ দেখবে না,
এই ভেংচির সাথে কিছুর
হয় না তুলনা।
কত করে বলার পরে
দেখালে আরেক বার,
বড় সুন্দর লাগল ওগো
ঐ ভেংচি তোমার।