তোমায় একটি
গোলাপ দেব
ফেলে দেবে নাতো!
তোমায় নিয়ে
মনের মাঝে
স্বপ্ন আমার কত...
অনেক ভালোবাসা
হৃদয়ে আছে
শুধুই তোমার জন্য,
তুমিই আমার
মনের মানুষ
নয়তো কেউ অন্য।
প্রতি রাতে
স্বপ্ন দেখি
তুমিই স্বপ্নের রানী,
নিস্তব্ধ ঘরে
মনের কানে
তোমার কথাই শুনি।
তোমার ভালোবাসায়
করো পূর্ণ
আমার এই জীবন,
বাসবো ভালো
দিলাম কথা
তোমায় জীবন মরণ।