হে মোর প্রিয়া আছো তুমি কেমন!
দেখিয়াছি পূর্বে এখনও কি ঠিক তেমন!
নাকি হইয়াছো সুন্দর অনেক আরো,
তুলনা নাহি হয় তব সহিত কারো!
হয়ত ক্রোড়ে সন্তান অন্যের ঔরসজাত,
অনুযোগ অভিযোগ আমি করিব কভু নাতো।
অন্যের স্ত্রী রূপে রহিয়াছো তুমি আজ,
ভারী ভারী অলংকারে কতই তব সাজ।
স্বামী তোমায় বাসে বড় ভালো,
তাহার সংসার তুমি রাখো করিয়া আলো।
লক্ষ্মী হইয়া বিরাজ করো তাহার সংসারে,
ভুলে যাইয়ো তুমি আমায় একেবারে।