নারী সে তো করুণাময়ী
নারী দয়াবান,
সেই নারীরে মানুষ কেন
করে অপমান!
নারী সে তো পবিত্র
নরম তার মন,
তারেই করো লাঞ্ছনা
পুরষ তুমি কেমন!
নারী কভু মাতা
ভগিনী কভু সে,
তোমার জীবন ভরে দেয়
আদরে ভালোবেসে।
সুন্দরী এক নারীরে
আনলে বিয়ে করি,
স্বজন ত্যাগ করি সে
আসলো তোমার বাড়ি।
স্বজন আপন ভুলে সব
এলো সেই নারী,
সকল কষ্ট ভুলে তোমায়
নিল আপন করি।
তারেই তুমি কষ্ট দাও
মাতা ভগিনী মিলে,
পাপ লাগবে জেনে রেখো
কষ্ট তারে দিলে।
ওহে মানব ভুলে গেলে
তুমি কেমন করে,
এই নারীই জন্ম দিল
তোমায় গর্ভে ধরে।
আদরের পাত্রী নারী
ভালো বাসো তারে,
অনেক অনেক ভালোবেসে
দাও সুখে ভরে।
নারীর ওপর অত্যাচার
কেমনে সহ্য করি,
তীব্র প্রতিবাদ জানাই তাই
হাতে কলম ধরি।
যতদিন এ সমাজে
নারী লাঞ্ছিত হবে,
যতই চেষ্টা করুক সমাজ
পিছিয়ে তবু রবে।