দিচ্ছি তোমায় একটা কথা,
দেবনা তোমায় কোন ব্যথা।
থাকবে তুমি সদা আনন্দে,
চলবে তুমি নিজের ছন্দে।
বলবে যা আমায় যখন,
মানবো আমি তাই তখন।
বাসবো তোমায় খুব ভালো,
দেব শুধুই সুখের আলো।
তোমার হাত রেখে এহাতে,
কথা দিলাম পবিত্র রাতে,
ওগো রূপসী তোমায় ছেড়ে,
যাবোনা কোথাও ভুল করে।
থাকবো আমি তোমার কাছে,
রেখো বেঁধে ওই মনোমাঝে।
তোমায় ছেড়ে কোথায় যাবো!
এ ভালোবাসা কোথায় পাবো!
দুজনে মিলেই ভালো বেসে,
থাকবো এই সুখের দেশে।
তুমি আমি আর আমি তুমি,
গড়বো যে এক স্বর্গভূমি।
__________________________
("নব নালন্দার দশ দিগন্ত" কাব্যগ্রন্থে প্রকাশিত)