মনের মানুষ হয়ে তুমি
এ জীবনে এলে,
আমার যত দুঃখ কষ্ট
ভুলিয়ে ওগো দিলে।
ধন্য আমি ধন্য আমি
তোমায় পেয়েছি,
তোমার ছবি হৃদ মাঝারে
আমি এঁকেছি।
কোথা থেকে ওগো প্রিয়া
এলে জীবনে,
খুশীর বন্যা বয়ে দিলে
আমার এ মনে।
তুমিই আমার খুশীর কারণ
ফোটালে মুখে হাসি,
তাইতো কন্যা তোমায় আমি
অনেক ভালোবাসি।
এমন ভাবেই থেকো তুমি
আমার জীবনে,
ভয় পাইনা তুমি থাকলে
আমি মরণে।
কষ্ট ওগো তোমায় কভু
আমি দেব না,
অনেক অনেক বাসবো ভালো
ও রূপসী কন্যা।