মানুষ হয়ে জন্মিলেই
কয়না মানুষ তারে,
'মান' আর 'হুশ' যদি
থাকে না অন্তরে।
মানুষ রূপী অমানুষ
ঘুরে বেড়ায় কত,
এমন মানুষ দুনিয়াতে
আছে শত শত।
বিবেকের ঘরে তালা দিয়ে
রয়েছে ঘুমিয়ে,
মানবিকতা ইচ্ছা করেই
তারা দিয়েছে হারিয়ে।
তাদের জন্যই দুনিয়াটা
ধ্বংসের মুখে প্রায়
তাদের মধ্যে ক'জন
সেই খবর নেয়।
দুনিয়াকে বাঁচিয়ে রাখতে
করতে হবে আগে,
অমানুষের সকল দল
উঠুক সবাই জেগে।
জাগ্রত বিবেক চাই
মানসিকতায় মন ভরা,
তবেই রক্ষা পাবে
সুন্দর এই ধরা।