বাবা মায়ের আনন্দ কত
পাশ করেছে ছেলে,
এত দিনে তাদের কষ্ট
বুঝি ঘুচবে তাহলে।
কিন্তু হঠাৎ একি শোনে
টাকা লাগবে গাদি,
চাকরী হবে তবেই তার
টাকা দেয় যদি।
গরীব বাবা কোথায় পাবে
বলো টাকা এত,
কে বোঝাবে সংসার তার
চলছে কষ্টে কত!
যারা আছে উঁচু পদে
নিচ্ছে টাকা তারা,
গরীব ঘরের সন্তান পিতা
শুধু হচ্ছে দিশেহারা।
সরকার যাদের বেতন দিয়ে
রেখেছে করতে কাজ,
তারাই দেখো কেমন করে
ঘুষ নিচ্ছে আজ!
ভুল হয়ত হল বলা
নয়তো ঘুষ এটা,
তাদের কাজ এমন ভাবেই
গরীবের গলা কাটা।
মস্ত একটা শরীর নিয়ে
গদিতে থাকে বসে,
গরীব মানুষের রক্ত দেখো
খাচ্ছে কেমনে চুষে!
ওরে পাপী ওরে নীচ
তোদের একি দুর্মতি,
যে সমাজে করিস বাস
করিস তারই ক্ষতি!
এমন কাজ তবু দেখি
তোরা করিস নিয়ত,
তোদের জন্যই ওরে পাপী
সমাজ হচ্ছে কলুষিত!
মোটা মাইনের বেতন পাস
প্রতি মাসের শেষে,
তবু কিনা এ ভিক্ষাবৃত্তি
তোরা ধরলি অবশেষে!
তোরা হলি ধনী ভিখারী
বলি তোদের প্রতি,
রাস্তায় যারা ভিক্ষা করে
তোরা একই জাতি।
তোদের বলি শুধরে যা
যোগ্যতা দেখ আগে,
চাকরী দিলে গরীব ঘরে
সুখের আশা জাগে।