গাছ হওয়ার সাধ আমারও ছিল,
আমারও ছিল ইচ্ছা খুব মনে -
ফুল,ফল সুগন্ধে মাতাবো বাতাস।
কিন্তু পাওয়া-না পাওয়া,কান্না-হাসির
হিসাব মেলাতে মেলাতে হয়ে গেলাম
নিজেই আমি "পরগাছা',সবই ঠিক
ভুল শুধু আমিই;আমার যোগ্যতার
গর্ত খোড়া সার্টিফিকেট - সবই বিষ।

পরগাছা হয়ে যেখানে সেখানে
আকড়ে ধরি সবুজ,ঠাঁই দু'দিনের।
কত আল্লাদ সাজিয়ে দেয় শেকড়ে,
মুখোশ খোলার সময় ওদের বুকে
বাজে না কোনো মন্দিরের ঘন্টা!
ওরা তো আর জানে না উপড়ে ফেলার
কত যন্ত্রণা,কত আর্তনাদ ভাসে রক্তে।
মৃত শেকড় জানে ছটফট করতে!

কত চেনা হল অচেনার আজ্ঞাতবাস,
কত দেওয়া রয়ে গেল না দেওয়া,
কত সকাল হল না রাতের তারা।
দেবীর চরণ সরে গেল বিন্দুতে,
আকাশে ঝোলে পরগাছার পরিচয়,
পরগাছা,হ্যা উপড়ে ফেলা পরগাছা।
গাছ হতে চেয়েও হয়ে ওঠা হয়নি...

গাছ হওয়ার সাধ আমারও ছিল!!!

______________________________
রচনাকালঃ
২৩ মার্চ ২০১৯
দুপুর ১ টা ৪২