তুই যে পাপের গন্ডি টানিস
নেই আমি শুরু থেকে শেষে,
তোর অবুঝ মনও ঠিক জানে
আছি আমি তার দিগন্তে মিশে।

বারে বারে কাটিস না জিভ
চমকে যায় ঘুমন্ত দেবতা,
ভেসে যাওয়া অস্তিত্ব বাঁচাতে
হৃদয় জানে এ পাপ নয়,সততা।

তোর মালিক কিনতে পারে তোকে
আভিজাত্য মন্ত্র,সাত পাক,যজ্ঞে,
বিক্রিতেই মুছে না কিছু ওসব
মনে ঠাঁই আমার, নাইবা থাকল ভাগ্যে।

মরীচিকার পর্দা চোখে ছিলাম অন্ধ
গোধূলির স্বপ্নে হারাই পরশপাথর,
শয়নে,স্বপনে,জ্ঞানে,অজ্ঞানে দিবারাত্র
অন্তর,হৃদয়,শরীরে নাম শুধু তোর।

_______________________________
রচনাকালঃ
২৫ ফেব্রুয়ারি ২০১৯
রাত্রি ৯ টা ১২