কান্নাতে ভেজা বালির গন্ধ,
অদৃষ্ট - কেনা ওড়নায় অন্ধ।
বকের ডাক অন্তরের ঘরে,
তাজা রঙ মনে গুমরে মরে।
খুশীর আলতা তাদের গায়ে,
ঠগ্ লেখা নিজের পরিচয়ে।
যোগ্য? ঠাঁই শামুকের খোলস,
ঘুঁটেতে জড়ানো যত্ত সাহস।
মুখোশের পূজোয় ব্যস্ত দেবী,
শকুন সে পুরস্কৃত ধর্ষক;
আঁধারে বন্দী আলোর শিখা
আগুন চেপে নীরব দর্শক।
আকাশের পথে গরুর গাড়ি,
দুঃখের ফুলস্টপ হাতে দড়ি।
________________________________
রচনাকালঃ
২২ এপ্রিল ২০১৮
রাত্রি ১১ টা ২১