আজ একটা শোকের দিন,ধ্বংসের!
স্বপ্ন পোড়ার গন্ধ লগ্নের সুতায়…
জ্বলেছে চিতা সাজানো শহরের
এতটা দুঃখ কি প্রেমিকের মানায়!
হেরে গেল গান্ধর্ব বিধানে বিয়ে
স্মৃতির পাতায় এক কোনে ঠাঁই,
আনুষ্ঠানিক সাতপাক দিল দেখিয়ে
ওসব সিঁদুর পরানোর দাম নাই।
অভাগা কপালে সেই দুপুর বলে
বাল্যবন্ধু এ পাড়ায় ব্রাহ্মণ বাড়ি,
ছাদনাতলা রেখে আসে 'গাজোলে'
উড়ন্ত পল্লবের ভাড়া করা গাড়ি।
পাত্রীর বসনে নাকি দেবী রূপসী
চলেছে গড়তে সংসার সুখের,
পুজারিকে ভুলে মুখে নিয়ে হাসি
নববধূ হচ্ছে সে 'প্রিয় প্রেমিকের'।
বিপুল সমারোহে রূপসীর বিয়ে
মনের মানুষ অন্যজনের সাথে,
বাঁচুক প্রেমিক স্মৃতিটুকুই নিয়ে
উপবাসী অনুভূতি নির্ঘুম রাতে।
প্রেমিক? কিসের প্রেমিক- খেলনা!
খেলা তাঁর শেষ আজকের তারিখে,
ক্যালেন্ডারে ঝুলুক- নাহয় কিছু কান্না
মুখোশ পরা প্রেমিকা থাকুক সুখে।
_________________
রচনাকালঃ
১৮ জানুয়ারি ২০২২
সকাল ১০ টা ৩৪