তোকে ছুঁতে যাওয়ার আশীর্বাদি নামতা,
আমার সাথে আজও করেনি সখ্যতা।
কি আশায় তবে তোকেই খুঁজে বেড়াই,
বাঁচার নিঃশ্বাস কেন তোরই নামে পাই!
তোর সাথে জিতেছি প্রতারণার তীরে,
সন্ধ্যাপ্রদীপ হাতে তুই অন্যের সংসারে।
আমারই ঢালা বিষে জীবন তোর নীল,
ভালোবাসার গায়ে আজও তোরই আঁচিল।
অন্যের পকেটেই থাক নামতার অধিকার,
মন খোঁজে সুযোগ তোকে একটু দেখার।
বিদেহী ইচ্ছের আগুন জ্বালাই প্রাণে,
মনের ঘর পবিত্র রাখে বিরহের ঘ্রাণে।
আসবিনা জেনেও অপেক্ষার আসন পাতি,
কারণের জবাব পায়নি খুঁজে জ্যামিতি।
অবাধ্য মন ভিখারি সেজে বারেবারে যায়,
কেন চায় তোকেই এই মনের বারান্দায়!
তোর স্বাধীনতার ধারাপাত অন্যের হাতে,
আমি তো শূন্যস্থান ভরি কল্পনার তুলিতে।
______________________
রচনাকালঃ
৩০ মে ২০২০
রাত্রি ১টা ১৬