জীবনে চলার পথে হাত রেখে হাতে
পাবে না আর আমায় তোমার পাশে,
তোমায় আমি ছেড়ে যাব অনেক দূরে
ডেকো না আর তুমি আমায় ভালোবেসে।

তোমার মুখের হাসি আমি বড্ড ভালোবাসি
কিন্তু হায়! দেই মুছে বারে বারে,
হাসাতে গিয়ে কাঁদাই কষ্ট না পাই
বিপদ এনে টেনে বসাই তোমার ঘরে।

দুঃখ দিয়েছি যত ভোলা সহজ নাতো
বুঝি তা নিজেই তোমার স্থানে রেখে,
তবু যদি পারো ক্ষমা আমায় কোরো
দেবো না কষ্ট আর থেকো তুমি সুখে।

কেউ ছিল কোনকালে যেও তা ভুলে
যে ভালোবাসার নামে কষ্ট দিতে জানে,
মন ভোলানো কথায় বাঁধে শুধু মায়ায়
মিথ্যা স্বপ্ন গড়ে দুঃখ দিত প্রাণে।

আসবে নেমে আঁধার কষ্ট পাবে আবার
তোমার জীবনে যদি থাকি জেদ ধরে,
সম্পর্ক সব মুছে একাকীত্ব নিলাম বেছে
যাবো চলে তাই তোমায় পর করে।

নতুন সাথীর বুকে তোমার মাথা রেখে
হারিয়ে যেও দুজনে সুখের ঐ দেশে,
স্বপ্নে নাহয় আসবো তোমায় ছুঁয়ে যাবো
মিলিয়ে যাবো হঠাৎ ঐ স্বপ্নেরই আবেশে।

_____________________________________
রচনাকালঃ
২৭ আগস্ট ২০১৮
রাত্রি ৭ টা ৫৭