তোমার অসুর মাটির গড়া মূর্তি
নাই রক্ত নাই মাংস,
আমার অসুর মানুষের ছদ্মবেশে
অমানুষ,শয়তানের বংশ।
তোমার অসুর পুজো মন্ডপের ভেতর
হাটু গেড়ে থাকে বসে,
আমার অসুর অলিতে গলিতে
লালসার লোভে মেয়েদের চারপাশে।
তোমার অসুরের কানে চণ্ডীপাঠ
পবিত্র মন্ত্রের উচ্চারণ,
আমার অসুরের বিবেক বন্ধ
মেয়ে দেখলেই কাটে টোন।
তোমার অসুর থাকে চারটা দিন
ধুয়ে যায় করলে বিসর্জন,
আমার অসুর সময় অসময়ে
মেয়েদের করে জ্বালাতন।
তোমার অসুরের গায়ে রণসজ্জা
হাতে তার ধারালো অস্ত্র,
আমার অসুরের পাপী হাতে
অসহায় মেয়ের কান্নাভেজা বস্ত্র।
তোমার অসুরের কঠিন শাস্তি
দেবীর ত্রিশূল বুকে,
আমার অসুরের শয়তানি হাসি
বেঁচে যায় আইনের ফাঁকে।
আমার অসুরের কাছে মেয়ে মানেই
জল আসে জিভে,
মেয়েদের দিকে তাকায় তারা
নজর ভরা লোভে।
আমার অসুরেরা দাঁড়িয়ে থাকে
স্কুল কলেজের পথে,
আমার অসুর কুকুরের জাতি
দল বাধে একসাথে।
আমার অসুর তো ভুলেই যায়
ওদের জন্মও মেয়ের থেকেই,
আমার অসুরদের নারীর প্রতি
তবুও সম্মান অসম্মানেতেই।
আমার অসুরদের কখনও
হবে না কোন ক্ষমা,
আমার অসুরেরা বুঝিয়ে দেয়
ওদের পরিচয় - বেজন্মা।
_____________________
রচনাকালঃ
১৯ অক্টোবর ২০১৮
দুপুর ২ টা ৫৫