ফালতু শিরোনামে অধমের পরিচয়,
পূরণের চেষ্টায় কর্মে শুধু ক্ষয়।
রক্তঝরা হোঁচট টানে ভাগ্যের রেখা,
শূন্য ঝুলি হাতে ধরে মৃত্যুর অপেক্ষা।
বোকার পোশাকে ভুলেরা জড়িয়ে গায়,
মনের কাটা ঘাঁয়ে নুনের আগুন ছিটায়।
হাসি লুকায় গিয়ে অভিশাপের চাদরে,
কত ভালোবাসা দেখায় কান্নার আদরে।
অদেখা সুখ নাকি সোনার হরিন,
নর্দমায় গেড়ে বসে জীবন করে রঙ্গিন।

প্রেম অবজ্ঞায় তাকিয়ে করে উপহাস,
সিঁথিতে সিঁদুর এঁকে দিল বনবাস।
গোলাপের গন্ধ নেয় না আর খোঁজ,
ভুলে গেছে পূজো পেত আগে রোজ।
কল্পনার চোখেও আবছা সুখের মূর্তি,
বাস্তবতার কোটর পোড়া স্বপ্নে ভর্তি।
খোঁড়া নিঃশ্বাস বাঁচে হামাগুড়ি দিয়ে,
চিরনিদ্রার দুঃখ- বিদায় হলনা হাসি নিয়ে।


_____________________________________
রচনাকালঃ
২৬ আগস্ট ২০১৮
দুপুর ২ টা ২৬