ভালো থেকো লালসা,
হয়নি কখনও তোমায় ভালোবাসা।
হয়তো বা ইচ্ছা করেই বাসি নি ভালো,
সবসময় মনে ছিল পাপ আঁধার কালো।
তোমার হাতটি ধরে হাটি নি রাস্তায়,
স্বাদ দিয়েছি মুখে তুলে খুব সস্তায়।

সাতপাক গন্ডির ঠিক দশ হাত দূরে,
ঐপাশের ইচ্ছে চুবিয়েছি পানাপুকুরে।
শুধু ছিল জোর জুলুমেরই রাজত্ব,
রুমাল চেপে দেখেনি কান্নার ক্ষত।
চোখে মুখে লাগানো শুধু অভিনয়,
নষ্টের পোশাকে কত ঝুলন্ত সময়।

তবে কেন বিদায়বেলা চোখদুটো কাঁদে!
কেন জন্ম অন্তরে ভালোবাসার খিদে!!!
নাড়ি কাটতে আজ অবশ কেন হাত,
হঠাৎ নিজেরই কোন রূপের সাক্ষাৎ।
হৃৎপিন্ড যেন কেনাবেচায় হস্তান্তর,
ভালোবাসি ভালোবাসি বলে অন্তর।

______________________________
রচনাকালঃ
২৫ মে ২০১৮
রাত্রি ১১টা ২৮