বারে বারে কামনার তপ্ত রৌদ্রে
গলিত হয়েছে ভালোবাসাস্নাত কলি...
পাপড়ির মখমলের পোশাকে
সৃষ্টি হয়েছে ছিদ্রের বিষগৃহ...
বাতাসে ছড়িয়ে পড়েছে, তার
আর্তীর সুগন্ধি কান্নার দাবদাহ।

তবুও নির্লজ্জ শিকারির জ্বলন্ত
চোখের চিতা দেয়নি মুক্তি,
নিয়েছে গ্রাস করে ধীরে ধীরে।
প্রতিনিয়তই কান্নাভেজা পুষ্পশয্যায়
তাকে নিয়ে ছেড়া হচ্ছে পাপড়ি...
তার হাজার বাধার দুর্বলতার পাল,
ছিন্ন হয়েছে সবলতার বলিষ্ঠ বাতাসে।

আর কত! কতটা বাকী স্খলন!
স্তব্ধতার মাটিচাপায় রোধ হোক
সম্পর্কের ভাঙ্গন লীলার ভয়াবহতা।
সম্মানের মালায় বরণ হোক সম্পর্ক
শ্রদ্ধার অর্ঘ্যে বন্ধনে আসুক দৃঢ়তা।

___________________________________