ধুকপুকানি বুক ভয়ের কাঁসর বাজায়,
নিস্তব্ধ পা আঁধার কেটে তোমার বাড়ি যায়।
সাপেদের রাস্তা তোমার বাড়ির সামনে,
ভীতু চোখ তবুও দূরত্ব কমায় গোপনে।
অপেক্ষা শেষের লোভে প্রেম জমে ঠোঁটে,
একটু শব্দেই কেন খিলাড়ি ডেকে ওঠে!
সাত সমুদ্দুর পেরিয়ে তোমার মুখটা দেখে,
সকল ক্লান্তি মেশে জড়িয়ে ধরার সুখে।
দুষ্টুমির বাহানায় আদর,জামা টেনে ধরলে-
আজ তুমি করবে রেপ এমন কথা বললে!
উল্টো কথা শুনে অবাক হয় প্রেমিক,
কেমন তোমার দক্ষতা এ রাত দেখে নিক!
নগ্ন বুকে চুমু খায় বণ্য প্রেমিকার ঠোঁট,
নেশায় মত্ত হয়ে বলির পাঠাও দেয় ভোট।
তোমার হাতের ক্যামেরা সব চেটে খায়,
তুমিও দুষ্টুমি পারো প্রেমিকের বিশ্বাস হয়।
অতীতের পাতায় রাতেরা পঙ্গু হয়ে বাঁচে,
প্রেম ছুড়ে ডাস্টবিনে টাকা নিয়েছো খুঁজে।
কালি শেষ কলমে লিখতে গিয়ে কবিতা,
তুমি শেখাও সময়কে প্রেম বড় সস্তা।
_____________________
রচনাকালঃ
জুলাই ২০২১
রাত্রি ৮ টা ৭