ছয় দিন না,ছয় জন্ম -
কথা হয়নি তোমার সাথে।
বুক নামের সোকেজে
জমা হয়েছে দুষ্টুমির বদলে
কয়েক মন অভিমানের ধুলো।

কথার মুখে বাণ লাগিয়ে
বিঁধিয়েছিলে নিজেই আমার মনে,
অভিশাপ হয়ে ওরা আমায়
কারারুদ্ধ করেছিল বিবেকের ঘরে।
স্বভাবতই রাগ মাথা রেখেছিল
তোমার ঘাড়ে বাঁচার জন্য,
কিন্তু তুমিও তখন পাথর।

ছয় দিন না, ছয় জন্ম -
দূরে চলে গিয়েছো তুমি...
এটা তোমারই বাড়াবাড়ি।
তীর, অভিশাপ সব বাষ্প হয়
একটু কথার বৃষ্টি আদরে -
এটা তোমার জানা সহজ মন্ত্র।
তবুও তুমি খুঁটি গেড়ে পাথর।
একদিন নাকি অ-বলার ছায়াতেই
তোমার দিনের নিঃশ্বাস বন্ধ হয়!
আর সেখানে ছয় ছয়টা জন্ম।
জানো,তোমার ভালোবাসার নামে
হাততালিরা চায় বেজে উঠতে
তবে বাজুক বাজুক বাজুক।
________________________________