দূরে তুমি অনেক দূরে
আমার থেকে দূরে,
জানি আমি যতই কাঁদি
আসবে না আর ফিরে।
সত্যি বলছি কষ্টে আছি
মনে অনেক জ্বালা,
তোমায় ছেড়ে থাকিনি তো
কাটে না তাই বেলা।
কেঁদে কেঁদে শুকিয়ে গেল
আমার চোখের জল,
ভালো বেসে এতটা কাল
পেলাম এই ফল!
মনে পড়ে আগের কথা
দুষ্টুমি আর বায়না,
হাজার চেষ্টা করলেও তো
ভোলা কিছুই যায় না।
একবারও কি মনের ভুলে
যায় না আসা ফিরে!
ছাড়বো না তোমায় তবে
রাখবো বুকে ধরে।
________________________________
রচনাকালঃ
২৪ জুন ২০১৮
দুপুর ১ টা ২০