সকল দোষারোপ আজ সমাপ্ত
অপেক্ষার ঐ জ্বলছে চিতা,
পুরোহিতের মন্ত্রে প্রকাশের রক্ত
যজ্ঞের আগুনে ছাই কবিতা।
হাতে হাত যে রেখেছিল সেদিন
ছায়ার খেলা শিখলো বেশ,
অন্ধ শোনেনি দেবীর আবাহন
আপন ভুলে ডুব দিল দূরদেশ।
স্মৃতিরা এমনি করেই হয় মৃত
সেল্ফি এমএমএস সব ডাস্টবিনে,
হিডেন ফোল্ডার বৃথাই সুরক্ষিত
রূপসী যেন আর আসেনা সপনে।
আর কাকেই বা সুখে রাখা
কার চরণে পৃথিবী হাজির!
এক শতাংশ বিয়ের আকাঙ্খা
সেও জলাঞ্জলি - হল স্থির।
আজকের রাত পাঠায় সানাই
বাজি বলে রূপসী অন্যের বধূ,
মরুক প্রকাশ ঘরের কোনায়
সুখ দেওয়া হলনা দুঃখ এটাই শুধু।
___________________
রচনাকালঃ
১৮ জানুয়ারি ২০২১
রাত্রি ১০ টা ৭