মানুষ ঘরেই জন্ম নিলে
হয় কি মানুষ সে?
মানুষ রূপটা গড়ে ওঠে
শিক্ষকেরই স্পর্শে।
জীবনে আসে সফলতা
শিক্ষকেরই হাত ধরে,
তাঁর দেখোনো পথে হেঁটে
পৌছানো যায় অনেক দূরে।
এই সমাজে সবার বাস
ক'জন জানে সদ্ব্যবহার,
কেমন করে চললে পরে
সমাজের হয় উপকার!
কোন কর্ম করে গেলে
রাখে মানুষ মনে,
সেসব শিক্ষা পাওয়া যায়
শিক্ষকেরই যত্নে।
জীবন যদি হয় তরণী
শিক্ষক তার কান্ডারি,
দুনিয়ার সব শিক্ষককে
প্রণাম তাই করি।
__________________
রচনাকালঃ
১০ সেপ্টেম্বর ২০২২
বিকাল ৫ টা ৩৮
কপিরাইট ©মনোজ