বোমায় ফাটা রক্ত রাজপথে ছড়িয়ে
কাতরায় নিঃশ্বাস বারুদের গন্ধে,
ঝলসানো দেহ অশ্রুতে সাজিয়ে
তপ্ত আগুন জ্বলে প্রতিশোধের রন্ধ্রে।

নববধূর শাখায় সাজানো অপেক্ষা,
দিনমান না খেয়ে থাকা মা টা...
বোনের বায়না মেটানো ভাইকে দেখা -
সব আজ গুড়ো ভস্ম,বাঁচাতে ঝান্ডা।

বিদায়ী নিনাদে মায়ের ইচ্ছা অপূর্ন-
সন্তান নয়,পতাকার কফিন কোলে,
প্রেমিকার রামধনু হঠাৎ বিবর্ণ -
দাবার ছক লন্ডভন্ড অকালে।

বোমার সুতোতেও রাজনীতির ফসল
শুকোতে দেয় খোঁড়া পায়রার ঠোঁট,
পকেটে বেঁধে বিবেক,উদ্দেশ্য আসল -
খুঁটতে চায় থুতু ছেটানো ভোট।

ঐযে চলে মোমবাতি মিছিলের সারি
নিভবে বাতি,দুঃখও ডাস্টবিনে,
রক্তভেজা কলমে কবি দেয় বাড়ী
বেদনা ঠাসা খাতায় কবিতা সযতনে।

দেশ মায়ের সেবায় শহীদের বলিদান -
অমরত্বের হার,মানা যদিও শক্ত;
প্রতিশোধ হবেই,হোক নাহোক সমাধান
শত্রুর নদী চাটবে ওদেরই রক্ত।

_______________________________________
রচনাকালঃ
১৬ ফেব্রুয়ারি ২০১৯
দুপুর ১২ টা ০২