ইচ্ছের চকোলেট কেকের গায়ে,
মোমবাতিতে জ্বলে সময়ের সলতে।
ভালোবাসা থেকে চুইয়ে পড়ে অশ্রু
আঁধারকে আড়াল করে চায় লুকোতে,
অন্তিম বিদায় জাপটে ধরে হঠাৎই,
ফেটে পড়ে বিস্ফোরণে ফোঁপানির শব্দ।
জড়িয়ে ধরে আত্মা চার অশ্রুতে বন্যা,
নোনায় ভেজা উপহার স্মৃতির পাতায় মণিহার।
______________________________
রচনাকালঃ
৩০ মে ২০১৮
রাত্রি ৮ টা ৪০