বৃষ্টি তুমি মেঘ হয়ে যাও,
মেঘ তুমি হও নদী।
এভাবেই ডেকে নিয়ে সাথে
সেতুকে বল পাথর হতে।
রৌদ্র তুমিও যাও সূর্যে ফিরে,
চাঁদ থাকুক ঢেকে আঁধারে।
ফুল তুমিই বা কেন ফুটে!
গাছ নিয়ে ফিরে যাও বীজে।
দিন তুমি রাত হয়ে যাও,
রাত্রি হও তুমি জ্যোতিষ্ক।
জানালা বন্ধ হও তোমরা
গন্ধেরা ফিরে যাও আবর্জনায়,
আবর্জনা সুস্থ হয়ে ওঠো।
এখনও সুর আসে কানে,
সুর তুমি বাঁশি হয়ে যাও
বাঁশি তুমি হও কঞ্চি।
নিকট তুমি নিজের হবে না?
তবে তুমি দিগন্ত হয়ে যাও।
হাসি যদি সুখই না দাও,
তুমি তবে কান্নাই হয়ে যাও,
আর কান্না তুমি হও নীরবতা।
পৃথিবী শান্ত হতে চাও?
ফিরে পেতে চাও শান্তি?
তবে নিঃশ্বাস হও তুমি ঘুম,
নারী তুমি ভ্রুণ হয়ে যাও,
জীবন তুমি হও মৃত্যু।
____________________________
রচনাকালঃ
২০ জুলাই ২০১৯
সকাল ৮ টা ২৯