চোখ থাকতেও অনেকে অন্ধ বলে মানে,
অন্ধ নাকি তারা দুঃখ বড় জীবনে!
তোমার আমার চোখ অন্ধ নয় কেন?
এর কারণে শুধু তারাই আছে যেন।

তোমায় করতে মানুষ কত জ্বালা সয়,
দেখাতে গিয়ে দিশা নিজেই শেষ হয়!
লুকিয়ে ভালো বাসা শাসন করতে জানে,
তোমায় দিয়ে ব্যথা কষ্ট পায় মনে!

চায়না কিছু বিনিময়ে- শ্রদ্ধা ভালো বাসা,
রাখবে তাকে মনে এটুকুই তো ভরসা।
নিজের পায়ে দাঁড়িয়ে মানুষ যেদিন হবে,
সার্থক তিনি সেদিন খুশিতে মন ভরবে।

কেচ্ছা রটিয়ে তারই হও তুমি খুশি,
তার সামনে সিগারেট তোমার মুখে হাসি,
মনে ভাবো খুশিতে এখনতো আর পড়িনা,
কেন বলবো মাস্টার তাকে তো চিনি না!

শিক্ষকই পায় লজ্জা তোমার কীর্তি দেখে,
দেখেও দেখেনি যেন বলেনা কিছু মুখে!
সরে যায় চুপিসারে সম্মান করে রক্ষা,
মনে ভাবে কষ্টে এইকি দিলাম শিক্ষা!!!

ভেবে দেখো তো কাকে করো অসম্মান,
তার দয়াতেই আজ করো অন্নের যোগান।
হয়েছ তুমি প্রতিষ্ঠিত তোমায় সবাই চেনে,
ভেবে দেখো এসব হচ্ছে কার অবদানে!

পেশাদার বা চাকুরিজীবী এ কথাটা সত্যি,
শিক্ষকেরই হাত ধরে সবার গড়ে পরিচিতি।
"গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর",
যে করল দৃষ্টিদান প্রণাম তাকে কোরো।

______________________
রচনাকালঃ
০৫ সেপ্টেম্বর ২০২০
সন্ধ্যা ৭ টা ৭