আমরা চাইনা চিনতে লক্ষ্মীকে
আসে যখন বউমারূপে।
জ্যান্ত লক্ষ্মী সামনে পেলেও
চোখ অন্ধ ইগোর ধূপে।।

মাটির পুতুল সাজিয়ে ঘরে
ভক্তিভরে প্রণাম করি।
সুযোগ পেলেই লক্ষ্মী মায়ের
চুলের মুঠি টেনে ধরি।।

আলপনা দেই লক্ষ্মী পায়ের
আসবেন তিনি সেই পথে।
ঘরের লক্ষ্মীর প্রতি পদে
ছড়িয়ে রাখি কাটাতে।।

এসো মা লক্ষ্মী বসো ঘরে
কত্ত করে ডাকাডাকি।
আসলে মা আমার ঘরে
দিতে জানি তাকে ফাঁকি।।

পুজো করি জোরহাত করে
তন্ত্র মন্ত্র পুরুত দিয়ে।
সামনের লক্ষ্মীর লাগেনা মন্ত্র
নেইনা তবু বুকে জড়িয়ে।।

ভদ্র আমরা তাইতো করি
ঘটা করে লক্ষ্মী পুজা।
ঘরের লক্ষ্মী আমার দাসী
আমিই হলাম বনের রাজা।।

বাড়ির বউই আসল লক্ষ্মী
বুঝবো যেদিন আমরা সবাই।
সংসারের সুখ আসবে ফিরে
আমরা যদি না কাঁদাই।।

________________
রচনাকালঃ
৩০ অক্টোবর ২০২০
রাত্রি ৯ টা ৩