কাকে ফেরাবে তুমি কাকে ফেরাতে চাও!
স্বার্থপর এ দুনিয়ায় বিক্রি হয় স্বপ্নেরাও।
হাতে রাখা হাত ঘন্টার পর ঘন্টা ওয়েটিং-এ,
মিশে যেতে সব ধুলায় সময় কই লাগে!
ঘাড়ে রেখে মাথা নিরালায় কথোপকথন,
দূরত্বের পাহারায় সীমান্তের দুপারে দু'জন।
ছেড়ে না যাওয়ার জেদ,স্বামী বলে মানা...
প্রতিশ্রুতিকে হারিয়ে জিতে যায় বাহানা।
সারাজীবন একসাথে চলা তার ভাষা চেনা,
ছেড়ে যায় তারা বলেছিল যারা "চলে যেতে না"।
একটিবার দেখার জন্য কত ছটফটানি,
মুছে ফেলে সহজেই রাতের সব কাহিনী।
চলে যাওয়া মুহুর্ত আসেনা যেমন ফিরে,
পর হওয়া মানুষ ফেরে না আর ঘরে।
কেটে যায় দিন,মাস,বছর অবশ হয় আয়ু!
আসবে না সে কাছে সময় খায় স্নায়ু।
কাকে ফেরাবে তুমি কাকে ফেরাতে চাও!
সে এখন অন্যের,তুমিই কবরে ফিরে যাও।
________________________
রচনাকালঃ
২৬ অক্টোবর ২০২২
রাত্রি ১২ টা ১৯