রাত জাগা রেজাল্ট,মধ্যরাত্রি পরে
মাথাচাড়া দিয়ে গেয়েছিল গান,
ইনবক্সে খবর ভোরের আদরে
বেকারত্বের পর্দায় লিখেছে পরিত্রাণ।

যত ছিল মৃতপ্রায় অসুখী পিপাসা
কাঁপা পায়ে লুফে নেয় আকাশ,
সীমাহীন ঢেউয়ে খুশির বাসা
ভাঙ্গা ঘরে দিয়ে যায় আসন্ন সুবাস।

ফেব্রুয়ারি ষোলো তারিখের আড়ালে
আশীর্বাদী হাত আসে ধরাতে,
ঘুমের পালক ঝেড়ে খুব সকালে
বাঁচার মন্ত্র ছুঁয়েছে অভাগা হাতে।

রঙিন পায়রা ওড়ে মনের বারান্দায়
ডানায় লিখেছে ওরা "চাকরি",
সোনার হরিণ কি সহজে ধরা দেয়!
তবুও জুটেছে কপালে তাও সরকারি।

যে রেজাল্ট খুলে দিল ভাগ্যের চাবি
স্যালুট করে চিতায় বসা আয়ু,
জন্মদাতা তারিখে মাইলস্টোনের ছবি
নির্জীব ফুলে ঢেলেছে সতেজ বায়ু।

___________________
রচনাকালঃ
১৬ ফেব্রুয়ারি ২০২২
রাত্রি ৯ টা ১৮